গাউছুল আযম আউলিয়া কুলের প্রধান ও সরদার গাউছুল আযম আউলিয়া কুলের প্রধান ও সরদার

গাউছুল আযম আউলিয়া কুলের প্রধান ও সরদার গাউছুল আযম আউলিয়া কুলের প্রধান ও সরদার


গাউছুল আযম মালেক কুল রাজ্যে খোদার।
গাউছুল আযম খোদার নায়েব সবার পরে মুখতার
গাউছুল আযম খোদা রহস্যের গোপন ভান্ডার।

গাউছুল আযম বাদশাহ, ছায়া প্রভু সত্ত্বার
সকল কর্ম তার নিশ্চয় আল্লাহর কারবার।
‘আসসুলতানু জিল্লুল্লাহ’ যার শানে ফরমান মুস্তফার
রক্ষক সকলের জগৎ পরে আজি সে মুখতার।

পূর্ণ বিলীন তিনি যাত ও সিফাতে খোদার
নূরের খনি তিনি নূর যে বারী তায়ালার।
‘তাদের হাতে আল্লাহর হাত’ পবিত্র হস্ত সুন্দর
‘মা-রমায়তা’ রহস্যজলধি বিলায় সাকী অকাতর।

নিশ্চয় প্রভুর নির্দেশ আলীশান ফরমান আপনার
যদিও ব্যক্তে হুকুম মিষ্ঠ মুখে বান্দার।
তোমার সব কথা-কর্ম রহস্যভেদ খোদার
সাধ্য কি জগৎবাসী বুঝে মর্ম আপনার।

প্রতি যুগে প্রভুত্ব বিকাশের হয় কারণ
তব মহান সত্ত্বা, কারণ কর্ম হলো এবার।
বুঝিবে কে মর্যাদা ও মকাম আপনার
দুই জগৎ এক ঝলক মুখের যে আপনার।

কমালাতের রবি, অণু যে তব আস্তানার
বাস্তবে বাঘ, হলে কুকুর দ্বারে আপনার।
পুষ্প উদরতায় বুলবুল প্রকৃতি মম গানে ভোর
নইলে সাধ্য কি তাঁর এই গান গাহিবার।

গাউছুল আযম তুমিই প্রশংসা গীতির গীতিকার
ব্যাকুল মকবূলের মুখে কথা যে আপনার।

— আয়নায়ে বারী🌴🌴
মূলঃ- আবূল বরাকাত মুহাম্মদ আবদুল গণি আচ্ছাফী আল মকবূল কাঞ্চনপুরী (রঃ)।
ভাষান্তরঃ- বোরহান উদ্দীন মুহাম্মদ শফিউল বশর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *