বিলকিছ আক্তার রুবি (ভ্রাম্যমান প্রতিনিধি )
স্বাধীনতার পুরস্কারপ্রাপ্ত ভাওয়াল বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি র মুরাল এর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে গাজীপুর মহানগর ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ' গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেড মোঃ আজমত উল্লাহ খান "সভাপতি ' গাজীপুর মহানগর আওয়ামী লীগ। জনাব মোঃ আতাউল্লাহ মন্ডল সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামীলীগ,জনাব আসাদুর রহমান কিরন মেয়র (ভারপ্রাপ্ত) গাজীপুর সিটি করপোরেশন । জনাব মোঃ মতিউর রহমান মতি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ । আলহাজ্ব অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি ' সভাপতি গাছা থানা আওয়ামী লীগ গাজীপুর মহানগর, হাজী আদম আলী সাধারণ সম্পাদক গাছা থানা আওয়ামী লীগ গাজীপুর মহানগর । জনাব মোঃ ইব্রাহিম হোসেন পিপিএম' সেবা " অফিসার ইনচার্জ গাছা থানা'জি' এম " পি" গাজীপুর । হাজী মোঃ শাহজাহান মিয়া ।মোতাওয়াল্লী ' উত্তর খাইকুর( বটতলা)করম আলী কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ।
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল আহ্বায়ক গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ । সভাপতি " আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সরকার "আহ্বায়ক ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ । সঞ্চালনায় " জনাব মোঃ আবুল কালাম আজাদ মালম" আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ ।জনাব রেজাউল মেহেদী স্বপন" ইংরেজি প্রভাষক " গাজীপুর প্রেসিডেন্সি কলেজ । জনাব মোঃ আব্দুর রশিদ মোল্লা ' সভাপতি পদপ্রার্থী ৩৩নং ওয়ার্ড যুবলীগ । ধন্যবাদন্তে ও সার্বিক ব্যবস্থাপনায় মোঃ আমিন উদ্দিন সরকার । সভাপতি সদস্য " কেন্দ্রীয় কমিটি" বাংলাদেশ আওয়ামী যুবলীগ । মুরাল এর শুভ উদ্ধোধনে বক্তব্য রাখেন সকল নেত্রীকর্মী বৃন্দ ।