গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১২ পিচ ইয়াবা টেবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী আটক।

গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১২ পিচ ইয়াবা টেবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী আটক।

দৈনিক সত্যের খোঁজে আমরা

বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমাণ প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১২ পিচ ইয়াবা টেবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে গাছা থানা পুলিশ। গতকাল রবিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলামের নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার জনাব মাহবুবু উজ-জামান এর সহযোগিতায়, গাছা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব ইব্রাহিম সাহেবের পরামর্শে, গাছা থানার সু-দক্ষ চৌকস পুলিশ অফিসার এসআই- নাদির উজ-জামান, এএসআই- আল মামুন,এএসআই- মোঃ জুয়েল সঙ্গীয় ফোর্স সহ মাদক ছিনতাই চোর ডাকাত সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মুলের উদ্দেশ্যে বিশেষ অভিযান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন ডেগের চালা ফাইন সোয়েটার ফ্যাক্টরীর উত্তরের গলিতে মাদক ক্রয় বিক্রয় চলছে। সেই সুবাদে ঐখানে অভিযান করতে আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৪ জনকে ধরতে সক্ষম হয়। বাকী ২ জন পালিয়ে যায়। আসামীদের নিকট থেকে ১১২ পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৪১৫ টাকা ও ১ টি ভিভো মোবাইল সেট উদ্ধার করে। আসামীরা হল- মোঃ শাহীন(২০) শেখ মোঃ আঃ মোতালেব(৪৫) মোঃ শফিকুল ইসলাম(২৭) ও মাসুদ ওরফে পকে(৩২) পলাতক আসামীরা হল-মোঃশাকিল(২৪) ও মোঃ রফিক(৩০) তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। এ বিষয়ে নবাগত অফিসার ইনচার্জ এর মুঠোফোনে কথা হলে, তিনি বলেন ৪ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আর বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *