বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি
৮ই মার্চ ২০২৩ সকাল ১১.০০ ঘটিকায় গাজীপুর মহানগর টঙ্গী পৃর্ব থানাধীন ৫৬ নং ওয়ার্ডের দীর্ঘ দিনের খাবার পানি সংকট নিরসনের লক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন এর তত্বাবধানে স্থানীয় জনগণ এবং প্রকল্পের যৌথ অর্থায়নে টঙ্গীর মধুমিতা শেরেবাংলা রোড এলাকায় গভির নলকূপ (সাবমারসিবল) পানির পাম্প স্থাপন কর্মসূচী বাস্তবায়নের শুভ উদ্বোধন করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেনের সার্বিক সহোযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সাংসদ যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আজমত উল্লা খান, উদ্বোধক ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন`র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডর পরিবারবর্গে দীর্ঘদিনের খাবার পানির সংকট নিরসনের জন্য সাবমারসিবল পানির পাম্প স্থাপন করায় গাজীপুর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বিএ, গাজীপুর মহানগর ৫৬নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মোঃ আলী আফজাল খান দুলু, গাজীপুর সিটি কর্পোরেশন ৫৫/৫৬/৫৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ রাখি সরকার প্রমুখ।