গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ডের সুখিনগর এলাকায় সোহাগ নামের এক বুদ্ধি প্রতিবন্ধী ছেলে সোহাগ(১৬), ক্রিকেট খেলার সাথী সামির কে খুঁজতে খেলার মাঠের পাশের বাসায় যায়, সামিরকে বাসায় না পেয়ে ফিরে আসে সোহাগ, কিছুক্ষণ পরেই সোহাগকে তুহিন খেলার মাঠ থেকে ঢেকে নিয়ে যায়,
বাড়িওয়ালা নাছিরকে সাথে নিয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে অমানুষিক নির্যাতন চালায় নাছির ও নাছিরের ভারাটিয়া তুহিন সহ অজ্ঞাত আরো কয়েকজন ব্যক্তি, অমানুষিক নির্যাতনের পর একটি বাথরুমে নিয়ে আটক করে রাখা হয় বুদ্ধিপ্রতিবন্ধী সোহাগকে, নির্যাতনের কথা শুনতে পেয়ে সোহাগের মা তার বাড়িওয়ালাকে সাথে নিয়ে নির্যাতিত সোহাগকে উদ্ধার করে, ঘটনাটি দামাচাপা দেয়ার জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সোহাগের মাকে জোরপূর্বক কিছু টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করেন, এ নিয়ে কোথাও কোন কথা না বলার জন্য হুমকি
প্রদান করেন নাছির ও তুহিনের পরিবার, এ বিষয়ে মুঠোফোনে তুহিনের সাথে কথা বললে তুহিন জানায় নাছির সোহাগ কে মারধর করেছে, নাছিরের ভাবি ও তুহিনের স্ত্রী তারা টাকা দিয়ে মীমাংসার ঘটনাটি স্বীকার করেন, এরকম ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে, এ সংক্রান্ত বিষয় নিয়ে টঙ্গী পশ্চিম মেট্রো থানায় একটি অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগীর মা।