গাজীপুরের বড়বাড়ীতে তিতাস গ্যাসের অভিযানে দুইশত বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন।

গাজীপুরের বড়বাড়ীতে তিতাস গ্যাসের অভিযানে দুইশত বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন।


বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি

গাজীপুর মহানগর গাছা থানাধীন ৩৭ নং ওয়ার্ড বড়বাড়ী এলাকায় ১৯ শে ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টার সময় গাজীপুরের তিতাস গ্যাস কোম্পানির ম্যানেজার নৃপেন্দ্র চন্দ্র বিশ্বাস এর নির্দেশে,ডেপুটি ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজার আসাদুজ্জামান ও ডেপুটি ম্যানেজার কে এইচ ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাবিকুর রহমান, মোঃ জুয়েল রানা, অনিমেশ কুমার পাল, মোঃ শরীফ আহমেদ ও আল আমিন এর সার্বিক সহযোগিতায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে গাজীপুরের বড়বাড়ী মসজিদ রোড, মির্জাপুর স্কুল রোড ও মধ্যপাড়ার তিনটি পয়েন্টে অভিযান করে দুইশত বাড়ীতে প্রায় চারশত অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিল থাকাই লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় লানা সরকার রোডের প্রবাসী মোঃ মনির হোসেনের বাড়ীর বেশ কয়েকটি অবৈধভাবে ব্যবহৃত চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, এর আগেও মনিরের বাড়ীতে দুই থেকে তিন বার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও পরে আবার অবৈধ সংযোগ লাগিয়ে চুলা ব্যবহার করে বলে একাধিক অভিযোগ আছে। এ দিকে স্বপনের বাড়ীর অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করেন কিন্তু আলমগীরের বাড়ীর গ্যারেজের ভিতর তিতাস গ্যাসের অবৈধ লাইন দীর্ঘ সময় চেষ্টা করেও সংযোগ বিচ্ছিন্ন করতে পারে নাই তিতাস গ্যাস কতৃপক্ষ। রাত বেশি হওয়ায় আপাতত কাজ বন্ধ করে চলে যান তিতাস গ্যাসের অভিযান টিম। এ বিষয়ে গাজীপুর তিতাস গ্যাসের ম্যানেজার নৃপেন্দ্র চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে আর যে সকল বাড়ীর অবৈধ লাইন আমরা বিচ্ছিন্ন করতে পারি নাই সে সকল বাড়ীর অবৈধ লাইন পরবর্তিতে বিচ্ছিন্ন করবো। গাজীপুরের যে কোন জায়গাতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের সংবাদ পাইলে আমরা সাথে সাথে অভিযান করে তাদের লাইন কেটে দিব এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। শুধু অবৈধ লাইন নয় সাথে যাদের বকেয়া বিল রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *