মোঃ মুজাহিদুল ইসলামঃ
অদ্য ৩ রা সেপ্টেম্বর ২০২৩খ্রি. সকাল ১০.০০ ঘটিকার সময় গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম । পুলিশ সুপার উপস্থিতিতে অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে, গাজীপুর জেলায় কর্মরত থাকা অবস্থায় চাকুরী শেষে বিভিন্ন পদবীর ৬ জন পিআরএলএ গমন করেন। এমন পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার। মাসিক কল্যাণ সভায় ছিলেন জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক বিভাগ, জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব উখিং মে, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, জনাব জনাব মোঃ মশিউর রহমান সোহেল, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।