গাজীপুর কোনাবাড়ীতে মেহেদি নামে একজনের বিরুদ্ধে সন্ত্রাসী ও জমি দখলের চেষ্টা।থানায় অভিযোগ।

গাজীপুর কোনাবাড়ীতে মেহেদি নামে একজনের বিরুদ্ধে সন্ত্রাসী ও জমি দখলের চেষ্টা।থানায় অভিযোগ।

বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমাণ প্রতিনিধি

কোনাবাড়িতে মেহেদি হাসান নামে এক ভুমি দস্যুর বিরুদ্ধে এক অসহায় গরীব মানুষের জমি দখল করার অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে জানা যায়-গাজীপুর মহানগর কোনাবাড়ি থানাধীন বাইমাইল গ্রামে বসবাসকারী নজরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন,আমি বিগত ৩/৪ মাস আগে কোনাবাড়ি মেঘের ছায়া পার্কের কাছে,সিরাজের বাড়ীর পাশে ছোট্ট একখণ্ড জমি(৩.৬৬) ক্রয় করি, জমির মালিক সিরাজ ও তার ভাই সাবেক মেম্বার সফি আমার নামে সাব কাওলা দলিল করিয়া দেন। অতপর তএকটা উপস্থিতিতে দুই ফুট উচুঁ সীমানা প্রাচীর করিয়া বিনা বাধায় ভোগদখল করিয়া আসিতেছি।বর্তমান জমির মালিক মোহাম্মদ আমিনুল ইসলাম আরও বলেন গত ১৭/৭/২০২৩ইং তারিখে সকাল ৮ টার সময় উক্ত জমিতে ঘর নির্মান করার জন্য তিনপাশে ওয়াল বা প্রাচীর নির্মাণ কাজ শুরু করি।কিন্তু উক্ত তারিখ দুপুর ১.১৫ সময় সন্ত্রাসী মেহেদী হাসান ও তার ভাই জাহিদুল হাসান সহ ৫/৭ জন সাঙ্গপাঙ্গ নিয়া আমার জমিতে বেআইনিভাবে প্রবেশ করে।তিনি বলেন সন্ত্রাসী মেহেদি ও তার বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে লোহার রড,শাবল ও লাঠি সোটা নিয়া আমার ও আমার মামা আমিনুলের উপর অতর্কিতে হামলা করে ,এবং অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে, আমরা নিজের জীবন রক্ষার্থে দৌড়াইয়া পালাইয়া যাই।আমাদেরকে না পাইয়া আমার লেবার ও রাজমিস্ত্রিদের ব্যাপক মারধর করিয়া সারা শরীরে নীলা ফোলা জখম করে এবং আমার ইটের তৈরি ওয়াল সম্পুর্ন ভাঙচুর করিয়া মাটির সাথে মিশাইয়া দেয়। আমাদের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটিয়া আসলে সন্ত্রাসী মেহেদি ও তার বাহিনী দ্রুত স্থান ত্যাগ করে।যাইতে যাইতে বলিতে থাকে আমাদেরকে সুযোগ পাইলে প্রাণে মেরে ফেলবে,মেরে লাশ গুম করে দিবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আমি কোনাবাড়ী থানায় নিজে উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।অভিযোগ ,কোনাবাড়ী থানা,১৭/৭/২০২৩,রাত ১০টা ,অভিযুক্ত আসামি ১।মেহেদী হাসান ২।জাহিদুল হাসান,উভয়ের পিতা-সাইদুল।সাং বাইমাইল পুর্বপাড়া,ওয়ার্ড নং ১২ গাজীপুর সিটি কর্পোরেশন। আরও অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামি করা হয় বলে তিনি জানান।ভুক্তভোগী নজরুল বাংলাদেশ সরকার ও পুলিশ প্রশাসনের কাছে আবেদনে বলেন-আমি আমার জানমাল ও পরিবারের জীবনের নিরাপত্তা চাই। এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *