গাজীপুর বোর্ড বাজারে আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

গাজীপুর বোর্ড বাজারে আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সত্যের খোঁজ আমরা

বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার্স

ঢাকা মহা সুধী সমাবেশ সফল করার লক্ষে গাছা মেট্রো থানা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা ২৮ শে আগস্ট ২০২৩ ইং তারিখ রোববার রাতে নগরীর বোর্ড বাজার কালাই মার্কেটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল। থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আদম আলীর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম দুলাল, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল্লাহ, এস এম শামীম আহম্মেদ, কাজী মাহবুবুর রহমান স্বপন, মোঃ লিটন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান মশি, তৌহিদুল ইসলাম দীপ, কৃষকলীগ নেতা শাহ জালাল তরুণ, মনিরুজ্জামান লিটন, মোঃ বদিউজ্জামান বকুল, মোঃ জুম্মন খান,আওয়ামীলীগ নেতা মোঃ কামরুল ইসলাম সাগর প্রমুখ।
প্রস্তুতি সভায় বক্তরা বলেন, আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে গাছা মেট্রো থানার সব ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ওই জনসভায় অংশ নিতে ব্যাপক প্রস্তুতি চলছে। ঐ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশ বাস্তবায়ন করবো- ইনশাআল্লাহ্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *