সত্যের খোঁজে আমরা
ধাক্কায় আহত যুবকের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। জানা যায়, ওই যুবকের পায়ের ওপর দিয়ে গাড়ি উঠে যায়। জরা-জীর্ণ অবস্থায় থাকায় ওই যুবককে উদ্ধারে কেউ এগিয়ে আসছিল না। পরে দুই শিক্ষার্থী ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় ওই যুবককে।
আহত যুবকের গায়ে জামা ছিল না। পরনে শুধু একটি কালো প্যান্ট। মাথার চুল রুক্ষ। তাঁর সাখে কথা বলতে গেলে স্বাভাবিক কোনও উত্তর মেলেনি। নাম জিজ্ঞেস করার পর বেশ কিছুক্ষণ চিন্তা করে যুবক বলেন, 'কী যেন নামটা আমার।' গ্রামের বাড়ি কোথায় জানতে চাইলে বলেন, 'জানা নেই।'
কীভাবে ব্যথা পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, 'কী হবে বলে।' এরপর কিছুক্ষণ চুপ থেকে বলেন, 'ধনী লোকদের গাড়ি পায়ের উপর দিয়ে চলে গেছে।'
তিনি যে কয়টি ছোট বাক্য বলছিলেন, সবই ছিল মার্জিত ভাষায়।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারহান চৌধুরী বলেন, আজ দুপুর দেড়টার দিকে ওই যুবকটিকে আহত অবস্থায় যমুনা ফিউচার পার্কের প্রবেশ মুখে ফুটপাতে পড়ে থাকতে দেখি। অভিজাত এলাকায় এত লোকজন চলাফেরা করলেও কেউ তার দিকে দৃষ্টি দিচ্ছিল না। আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে প্রথমে আমরা তাকে কিছু খাবার কিনে দেই। দেখি তার ডান পায়ের পাতা দিয়ে রক্ত ঝরছে। তাকে দ্রুত নিয়ে যাই কুর্মিটোলা হাসপাতাল। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।'
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত যুবক মানসিক ভারসাম্যহীন। ওই যুবকের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।