বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার।
প্রধান অতিথি : জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি : জনাব নজরুল ইসলাম খান সমস্যা ' জাতীয় স্হায়ী কমিটি বিএনপি। জনাব ডক্টর এ' জেড: জাহিদ হোসেন। সদস্য ' জাতীয় স্হায়ী কমিটি বিএনপি। জনাব এ' কে' এম: ফজলুর হক মিলন। সাবেক সংসদ সদস্য ও সভাপতি ' গাজীপুর জেলা বিএনপি। প্রধান বক্তা।: এ্যাড' সামছুল রহমান শিমুল বিশ্বাস। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী। বিশেষ বক্তা' জনাব আনোয়ার হোসাইন। সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন' আলহাজ্ব সালাউদ্দিন সরকার। কার্যকরী সভাপতি ' বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। সন্মানিত অতিথি : জনাব মোঃ শওকত হোসেন সরকার। সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। জনাব শাহ রিয়াজুল হান্নান ' সাধারণ সম্পাদক ' গাজীপুর জেলা বিএনপি। জনাব ' এম মঞ্জুরুল করিম রনি। সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। জনাব মোঃ মিনার উদ্দিন ' আহবায়ক ' গাজীপুর জেলা শ্রমিকদল। সঞ্চলনায়: জনাব মোঃ হুমায়ুন কবির খান। সহ শ্রমিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও উপদেষ্টা বিএনপি।।। প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।।।