বিলকিছ আক্তার রুবি ভ্রাম্যমান প্রতিনিধি
আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে গতকাল সোমবার তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডের ন্যায় ৪৪ নং ওয়ার্ডেও চলছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে জল্পনা কল্পনা। এ ওয়ার্ডের সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো: নূরনবী আনসারী নবীন। সে স্থানীয় পূর্ব গোপালপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম আবুল কাশেমের পুত্র। তিনি টিএন্ডটি বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে বৃহত্তম ঢাকা বিক্রমপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
নির্বাচনে প্রার্থীতা বিষয়ে জানতে চাইলে নূরনবী আনসারী নবীন বলেন, সর্বপ্রথমে সৃষ্টিকর্তাকে স্বরণ করে বলছি, কথায় নয় কাজে বাস্তবায়ন মাদক সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে অঙ্গীকার নিয়েছি। এলাকার মুরব্বীগণ ও যুবসমাজ সহ সর্বমহলে আলাপ আলোচনা চলছে। সর্বমহলের সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, এলাকায় দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তাদের মূল্যবান ভোটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে এ ওয়ার্ডটিকে দূর্নীতি মুক্ত সমাজে গড়ে তুলতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজমুক্ত করাসহ জনসম্পৃক্ততার সকল কিছু ব্যবস্থা ও প্রতিষ্ঠা করার লক্ষে আপ্রাণ চেষ্টা করব। ইনশাআল্লাহ।