দোয়া করি গাজীপুর নগর মাতা জায়েদা খাতুন ও সাবেক মেয়র আলহাজ্ব এ্যাড, জাহাঙ্গীর আলম সহ সকলের যাত্রা শুভ হোক , গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জাতীর সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে । তবে অতি দুঃখের সহিত কিছু কথা লিখতে বাধ্য হচ্ছি,যদি ভূল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ২০২৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যে গণমাধ্যম কর্মীগণ রাত দিন, ঝড় বৃষ্টি এমনকি হামলা মামলার ঝুঁকি নিয়ে জীবনকে বাজী রেখে ২৪ ঘন্টা তাঁর প্রচার প্রচারণা করে , অনেক সাংবাদিক তাঁর নীজের অর্থ খরচ করে মেয়রকে বিজয়ী করতে কাজ করে গেছেন। দিনের ২৪ ঘন্টা বাড়িতে গাড়িতে রাস্তা ঘাটে সব সময় ছায়ার মতো থেকেছে সংবাদ কর্মীগণ। যাতে মেয়র সহেবকে কেউ কোন ক্ষতি করতে না পারে,যদি কেউ ক্ষতি করে তার চিত্র সাথে সাথে সংবাদ মাধ্যমে প্রচার করে দেশ বাসীকে জানাতে পারে।কিন্ত আজ ২৮ শে মে ২০২৩ ইং রবিবার সকালে নগরমাতা এবং সাবেক জনপ্রিয় মেয়র আলহাজ্ব এড, জাহাঙ্গীর আলমসহ অনেক নেতাকর্মীগণ গাড়ী বহর নিয়ে টুঙ্গীপাড়া যাত্রা করেন ,তাঁর সাথে যে গাড়ী বহর,তাদের সাথে
অনেক হাইব্রীট গেছেন,অথচ সাংবাদিকগন জীবন বাজী রেখে পাশে থেকেছেন,তাদের যাওয়ার জন্য কোন গাড়ীর ব্যবস্থা নাই,কিছু সংবাদ কর্মী যেতে পারলেও অধিকাংশ সংবাদ কর্মী মনে কষ্ট নিয়ে ফিরে গেছে। তাতে বুঝা গেল আমরা গাজীপুর সিটিকে জয় করেছি কিন্তু মেয়র জায়েদা খাতুন ও সাবেক মেয়র এড, জাহাঙ্গীর আলমকে জয় করতে পারি নাই। জয় করেছে হাইব্রীট নেতা কর্মীগণ।
২৮/৫/২০২৩ রবিবার ।