গাসিক ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম এর সাথে একান্ত সাক্ষাতকার।

গাসিক ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম এর সাথে একান্ত সাক্ষাতকার।

টঙ্গী থেকে মোঃ মুজাহিদুল ইসলামকে সাথে নিয়ে বিলকিস আক্তার রুবির প্রতিবেদন।

গাজীপুর সিটি কর্পোরেশন ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আবুল হাশেম এর সহিত একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, আমি দীর্ঘ ৫ বছর ৫৫ নং ওয়ার্ডে সুনামের সহিত কাজ করে যাচ্ছি। আমি বিগত ৫ বছরে আমার ওয়ার্ড প্রায় একশত কোটি টাকার কাজ করেছি, যা স্বাধীনতার পরে কেউ এতো বড় বাজেটের কাজ করতে পারে নাই। আমি আমার ওয়ার্ডে যে কাজ গুলো করেছি এবং যে কাজ চলমান রয়েছে সেই কাজ আমি আপনাদের মাধ্যমে আমার ওয়ার্ডবাসীর সামনে তুলে ধরবো,যেমন অলিম্পিয়া স্কুল থেকে ইস্তেমা মাঠ পর্যন্ত পাকা রাস্তা ও আর সিসি ড্রেন নির্মাণ কাজ সম্পূর্ণ করেছি। ইস্তেমা রোড থেকে শহীদ সুন্দর আলী রোড পর্যন্ত দুটি পাকা রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজ সম্পূর্ণ করেছি। শহীদ সুন্দর আলী রোড থেকে দেওড়া রোড এবং তুশকা দেওড়া রোড পর্যন্ত ৩৫ ফুট পাকা রাস্তা ও আর সিসি ড্রেনের কাজ চলমান রয়েছে। ময়মনসিংহ মহা সড়ক থেকে বিসিক ন্যাশনাল টিউবস্ রোডে আর সিসি ড্রেন এবং ডিটারজেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে টঙ্গী পূর্ব থানা গেট পর্যন্ত পাকা রাস্তা ও আর সিসি ড্রেনের কাজ সম্পূর্ণ করেছি। টঙ্গী পূর্ব থানার সামনে থেকে ময়মনসিংহ রোড হয়ে বিশ্ব ইস্তেমা মঠ দিয়ে তুরাগ নদী পর্যন্ত ড্রেনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। কালিগঞ্জ রোডের দুই পাশে দুটি ড্রেনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। মাছিমপুর রোড সাড়ে তিন বছর আগে টেন্ডার হয়েছে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের সহিত আলাপ আলোচনা করে কাজ শুরু করা হয়েছে কিন্তু কয়েকদিন কাজ করাপ পর রড সিমেন্টের দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। এই কাজ পরবর্তিতে রি-টেন্ডারের মাধ্যমে কিছু দিনের মধ্যে আবার শুরু করা হবে। তিতাস গ্যাস রোডের কাজের জন্য কোন বাড়িওয়ালা জায়গা ছাড়তে চাই না, এই জন্য ঐ রোডের কাজ করা হয় নি। কলা বাগান কালভার্ট থেকে জিন্নাত ও নিশাত মিল রোডের টেন্ডার হয়েছে সেটা ঈদুল ফিতরের পর কাজ ধরা হবে। আমি গত ৫ বছরে আমার ওয়ার্ডে প্রায় একশত কোটি টাকার কাজ করেছি এবং কিছু কাজ চলমান রয়েছে। আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করতে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সকল মাদক ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমার ওয়ার্ডবাসীর কাছে আকুল আবেদন আগামী ২৫ শে মে ২০২৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পূনরায় নির্বাচিত করে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ চান কাউন্সিলর আলহাজ্ব মোঃ আবুল হাসেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *