বেতনঃ১৯,৫০০-২৫,০০০ টাকা।
হেল্পলাইনঃ+8801849746056
শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন এসএসসি
কাজের ধরনঃ
১/ ১০-১৫ জন কর্মচারীদেরকে দেখাশুনা করতে হবে।
২/ তাদের বেতনশীট তৈরী করা।
৩/ তাদের বেতন প্রদান করতে হবে।
৪/ কে কখন শোরুমে প্রবেশ করবে এবং শোরুম থেকে বের হচ্ছে তা লিপিবদ্ধ করতে হবে।
৫/ কে কত ঘন্টা ওভারটাইম করতেছে তা লিপিবদ্ধ করতে হবে।
৬/ সুপারভাইজারকে সাহায্য করতে হবে।
সুযোগ সুবিধাঃ
১। থাকা ফ্রি খাওয়ার সুব্যবস্থা আছে।
২। প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যেই বেতন প্রদান করা হয়।
৩। দুই ঈদে বোনাস প্রদান করা হয়।
৪। শুক্রবার সহ সরকারি ছুটি প্রদান করা হয়।
৫। ওভারটাইমের সুযোগ আছে ( ঘন্টায় -৫০ টাকা)।
প্রয়োজনীয় কাগজপত্র,
১/পাসপোর্টসাইজ ৩ কপি কালার ছবি।
২/জাতীয় পরিচয়পত্র /জন্ম নিবন্ধনের ফটোকপি।
৩/সার্টিফিকেটের ফটোকপি।
৪/চেয়ারম্যান সার্টিফিকেট।
যোগাযোগঃ ঢাকা গাজীপুর