শনিবার বেলা ১২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজ গেটের সামনে চেকপোস্ট বসায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে অটোরিস্কা যোগে এক ব্যক্তি স্বর্ণের বারসহ নিয়ে আসছে গোদাগাড়ীর উদ্দেশ্যে পথে অটোতে তল্লাশির সময় ৮ টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান বাবু (২৭), নামের একজনকে আটক করে পুলিশের কাছে খবর দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আটক কামরুজ্জামান চাঁপাই নবাবগঞ্জ সদর থানার বকচর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম বলেন, আটকের পর আসামীকে জিজ্ঞেসাবাদ করলে জানায় , আসামী কামরুজ্জামান গোদাগাড়ী উপজেলায় আব্দুল বাশির নামের কাউকে এই স্বর্ণের বার গুলো দিতে এসেছিলেন। তবে এই স্বর্ণের বার উদ্ধারের সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারি কমিশনার (ভুমি) সবুজ হাসান। স্বর্ণের বার গুলোর মালিক সম্পর্কে সুনির্দিষ্ট কোন পাওয়া যায়নি।
ওসি আরও জানায়, আসামী ও স্বর্ণ বার আমাদের হেফাজতে আছে। স্বর্ণের বার গুলোর মালিক সম্পর্কে জানতে আসামীকে জিজ্ঞেসাবাদ চলছে, তদন্তের স্বার্থে আপাতত স্বর্ণ মালিকের নাম প্রকাশ করা যাচ্ছেনা।