আনন্দ টেলিভিশনের প্রতিনিধির উপর হামলা ও রশি দিয়ে বেঁধে রাখার হুমকি
সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রোডের হাসান লেন সংলগ্নে আলীবাবা সুইট মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করার তথ্য সংগ্রহ করতে যায় আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোঃ শাকিল ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি গাজী মামুন, কারখানার ভিতরে প্রবেশ করে দেখা যায় নোংরা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন হচ্ছে বিপুল পরিমাণ মিষ্টি, কারখানার ভিতরে মাছি আর দুর্গন্ধের এমন অবস্থা যেখানে শান্তিপূর্ণভাবে নিঃশ্বাস নেওয়াটাও দূরহ ব্যাপার, এসব অবস্থা দেখে প্রতিবেদন করার জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করার অনুমতি চাওয়া হয় প্রতিষ্ঠানটির ম্যানেজারের কাছে, ম্যানেজার ভিডিও ফুটেজ সংগ্রহ করতে নিষেধ করেন, ম্যানেজার বলেন কারখানার ভিতরে কোন ভিডিও ফুটেজ সংগ্রহ করা যাবে না, অবশেষে মিষ্টি কারখানা টির বাহির থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোঃ শাকিল, তাৎক্ষণিক সেখানে পৌঁছায় জাকির নামের একজন ব্যক্তি আওয়ামী লীগের বিভিন্ন পরিচয় ব্যবহার করেন, তারপর সাংবাদিকদের চাঁদাবাজির অভিযোগ এনে আনন্দ টেলিভিশনের প্রতিনিধি শাকিলের মুখের মাক্স খুলে দারি ধরে টান দেন, পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন, রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখার হুমকি দেন, বলেন চর মেরে কানের পর্দা ফাটিয়ে ফেলবে আরো বলেন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নাম কুরুচিপূর্ণ ভাবে ব্যবহার করে বলে কাদেরকে ফোন দিবি দে, এরকম কিছু নোংরা মন মানসিকতার মানুষের কারণে বিভিন্ন স্থানে হেনেস্থার শিকার হচ্ছে সাংবাদিক, সত্য ঘটনা লুকিয়ে চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়া হয় সাংবাদিকদের, এজাতীয় মানুষগুলোকে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছে সচেতন সাংবাদিক সমাজ, নয়তো দিনে দিনে মুল ধরার সাংবাদিকতা হারিয়ে যাবে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে, টঙ্গি পূর্ব থানার অফিসার ইনচার্জ এদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।