গোবিন্দগঞ্জে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৫০০ কেজি পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৫০০ কেজি পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠিত

আবু তারেক গোবিন্দগঞ্জ প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মৎস্য চাষে গড়ব দেশ,বেকার মুক্ত করি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে এবং মৎসচাষীদের মৎস্য চাষে মনোযোগী হতে ১৫ সেপ্টেম্বর (বৃহপতিবার) সকালে ১৩টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৫০০কেজি পোনা মাছ অবমুক্ত করন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে এসব পোনা মাছ অবমুক্ত করেন,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আব্দুল লতিফ প্রধান।তিনি বলেন সারা বাংলাদেশে যেসব যুবক ভাইয়েরা বেকার হয়ে ঘরে বসে আছে, তারা যদি তাদের নিজ পতিত জমিতে পুকুর খনন করে বা যাদের নিজস্ব পুকুর আছে তারা আর ঘরে বসে না থেকে মৎসচাষে মনোযোগী হয়ে বানিজ্যিকভাবে মৎস্য চাষ করলে তাঁরা আর্থিকভাবে লাভবান হবে এবং দেশে বেকারত্ব দূর হবে।

এতে দেশের উন্নয়ন হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা বাবু স্বপন কুমার দে,উপজেলা খামার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক মিঞা সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *