গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শাম্মী চিকিৎসক হতে চায়

গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শাম্মী চিকিৎসক হতে চায়

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ


২০২১ সালের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এফএআর চৌধুরী শাম্মী। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সে পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর আগে শাম্মী ২০১৯ সালের এসএসসি ও ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় সিলেট ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়াও ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শাম্মী জিপিএ-৫ পেয়েছিল। শাম্মী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক (চৌধুরী বাড়ি) গ্রামের বাসিন্দা পুলিশ অফিসার এসআই মোঃ হারুন- অর- রশিদ চৌধুরী ও মিনু রশিদ চৌধুরীর কন্যা। আলাপকালে শাম্মী বলেন, তার সাফল্যের পেছনে পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে। শাম্মী ভবিষ্যতে ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের সেবা করতে চায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *