সত্যের খোঁজে আমরা
রানা,পটুয়াখালীঃঃ পটুয়াখালী জেলার গলাচিপা
উপজেলার প্রশাসক সম্ভাব্য ঘূর্ণিঝড় 'হামুন' মোকাবেলায় উপজেলা প্রশাসন, গলাচিপা-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা দুর্যোগকালীন সাড়াদান কমিটির পূর্ব প্রস্তুতিমূলক সভা।
সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।
আসন্ন দুর্যোগ মোকাবেলায় ৬টি উপকমিটি(প্রচার, আশ্রয়কেন্দ্র নিয়ে আশা, ত্রান ও খাবার পানি সরবরাহ, নদী ভাঙন মনিটরিং, প্রতিবন্ধকতা অপসারণ, কৃষি ও প্রাণী সম্পদের সুরক্ষা কমিটি) গঠন করা হয়েছে।
গলাচিপা উপজেলায় মোট ১১৯টি আশ্রয়কেন্দ্র ও ০৩ টি মুজিব কেল্লা প্রস্তুত আছে।