সত্যের খোঁজে আমরা
মোঃওয়াজ কুরনী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও চেক বিতরণীসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও এসিল্যান্ড মাহমুদুল হাসান। এরপরে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাএলীগ, ঘোড়াঘাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ,ফায়ার সার্ভিস, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তর, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে দোয়া মাহফিল শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়।