ঘোড়াঘাটে লিফলেট বিতরনের সময় জামায়াতের দুই কর্মী আটক

ঘোড়াঘাটে লিফলেট বিতরনের সময় জামায়াতের দুই কর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে নির্বাচন বর্জন এবং ভোটদান হতে বিরত থাকা সংক্রান্ত প্রায় ২ শতাধিক লিফলেট। বুধবার রাত সাড়ে ৭টায় ৩নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া বাজার থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা বাজারটিতে জামায়াতের লিফলেট বিতরণ করছিলেন।

আটক দুজন হলেন, মুগলিশপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে ইউসূফ আলী (৪৫) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আজগর আলী (৫১) তারা দুজন ইউনিয়ন জামায়াতের কর্মী।

পুলিশ জানায়, তাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে ভর্ণাপাড়া বাজারে জামায়াতের লোকজন লিফলেট বিতরণ করবে। এমন তথ্যে বিকেল থেকেই সাদা পোশাকের পুলিশ বাজারটিতে অবস্থান করছিল। মাগরিবের নামাজের কিছু সময় পর জাতীয় নির্বাচন বানচাল এবং ভোটারদেরকে ভোটদান থেকে বিরত থাকা সংক্রান্ত লিফলেট বিতরণ শুরু করে জামায়াত শিবিরের ৫ থেকে ৭ জন নেতাকর্মী। সেখান থেকে পুলিশ দুজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নাশকতার একটি মামলার তদন্তে আমরা আটক দুজনের সংশ্লিষ্টতা পেয়েছিলাম। দীর্ঘদিন থেকেই আমরা তাদেরকে খুঁজছিলাম। বুধবার রাতে লিফলেট বিতরণের সময় তাদেরকে আটক করতে সক্ষম হই। আটক ব্যক্তিদেরকে নাশকতার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে বৃৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *