সত্যের খোঁজে আমরা
দিনাজপুর প্রতিনিধি :
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের ঘোড়াঘাটে পাওয়ার টিলার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের দুইজন গুরুতর আহতের ঘটনা ঘটে।
আজ রবিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নিতাইশা মোড় কারিগরি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ও পাওয়ার টিলারের হেল্পার গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
গুরুতর আহত ব্যক্তিরা হলেন, উপজেলার ওসমানপুর এলাকার আরিফুজ্জামান রানার ছেলো মো: মিম মোহাম্মদ সাইফুল্লাহ (২৪) এবং অপর জন পাওয়ার টিলারের হেল্পার পলাশবাড়ী উপজেলার বরিশাল পাড়া এলাকার মেহেদুল মিয়ার ছেলে মো: রাকিব হাসান(২২)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানায়, মো: মিম মিয়ার মাথায় আঘাত লাগে এবং এক হাত ভেঙ্গে যায়। অপর জন রাকিব হাসানের হাত থেকে দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। মিমের অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে আব্দুর রহিম মেডিকেল কলেজের প্রেরণ করা হয়।