সত্যের খোঁজে আমরা
মোঃওয়াজ কুরনী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) সন্ধ্যা ৭:৩০ দিকে ঘোড়াঘাট পুরাতন বাজার পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আজিজুল রহমানের সঞ্চালনায় পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জাতীয়তাবাদি চেতনার সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ-সম্পাদক (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, আজাদ মিয়া, যুবদলের সদস্য সচিব সজীব কবির,পৌর ছাত্রদলের আহ্বায়ক রিজভি আহমেদ রকি,যুগ্ন আহ্বায়ক ইমরান খান, পৌরসেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক বিশাল খান সহ পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।