চট্টগ্রাম প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চকরিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে আনোয়ারা বৈরাগ ইউনিয়ন সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে শুকনা খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করে।
আনোয়ারা বৈরাগ ইউনিয়ন সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে চকরিয়া থানা বরইতলী,ডেইঙ্গাকাটায় পানি বন্ধি বন্যাত্বদের মাঝে ১০০ পরিবারেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে।শুরু থেকে শেষ পযন্ত সাথে থেকে সহযোগীতা করেছে চকরিয়ার স্বনামধন্য কনটেন্ট থিয়েটার -সাকিব বদ্দা (চাইয়ো টশা -DaekhoTamasha)
এসময়ে উপস্থিত ছিলেন আনোয়ারা সেচ্ছাসেবী সংগঠনের খোরশেদ,
জাবেদ,ফারুক,জাহিদ,রাসেল,জিসান,মিরাজ,মিনহাজ, সাজ্জাদ, আকিব,সবুুজ,নজরুল, হৃদয়, রিফাত,রুবেল, রিমন, আসিফ,সায়মুৃন,তৌহিদ
সহ আরো অনেকেই।