সত্যের খোঁজে আমরা কাসেম জুট মিল বিএম ডিপোতে ভয়ংকর বিস্ফোরণ। প্রায় ৫ কিমি এলাকা জুড়ে কেঁপে উঠছে
একটা লাইভে দেখা যায় আগুন নিভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এ অবস্হায় বিষ্পোরনটি ঘটে…ফায়ার সার্ভিস এর পুরো টিম ওড়ে গেছে বিস্পোরনে, তাদের ভাগ্যে কি হয়েছে জানা যায়নি, লাইভ করা ছেলেটি প্রায় ৪৫ মিনিট ধরে আগুন নিভানোর কাজ লাইভে দেখাচ্ছিল, বিস্পোরণের পর তার মোবাইল একদিকে পড়ে যায়, এরপরও ৫মিনিট লাইভ অন ছিল, তখন আশেপাশে আহওহ আওয়াজ শুনা যাচ্ছিল। তাছাড়া আশেপাশে গ্রামের অনেক মানুষ বেহুশ হয়ে গেছে।