সামসুদ্দিন হাওলাদার চরফ্যাশন ভোলা প্রতিনিধি।
ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ সিরাজ উদ্দিন মাসুম, সাবেক চেয়ারম্যান এওয়াজপুর ইউনিয়ন। প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম সবুজ, বিশেষ অতিথি মাকসুদুর রহমান মনির, আরবি প্রভাষক, আসাদুজ্জামান মামুন, ইংরেজি প্রভাষক, মোঃ নুরুউদ্দিন প্রধান শিক্ষক স: প্রা: বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাস্টার,ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের অফিস সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মিডিয়া সম্পাদক এইচ এম নোমান,সামসুদ্দিন হাওলাদার সহ স্থানীয় ব্যবসায়ী, গন্য মান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন নিঃস্বার্থ ও গণ-মানুষের কাছে জনপ্রিয় সংগঠন। এ সংগঠন সমাজের অসহায় গরীবদের আর্থিক সহযোগিতা ও অসহায় রোগীদের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করে থাকেন আমি ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের শুভকামনা করছি। বিশেষ অতিথি মাকছুদুর রহমান মনির বলেন দক্ষিন বাংলার একমাত্র সংগঠন “ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন” যারা সমাজের ঝড়ে পড়া ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় সহযোগিতা সহ বিভিন্ন দিবসগুলোতে শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের জন্য সমাজের নিরক্ষরতা দূর করনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। অনুষ্ঠানের সভাপতি জনাব সিরাজ উদ্দীন মাসুম বলেন ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন প্রতিষ্ঠা হয়েছে সমাজের অসহায় মানুষের কল্যানে। এ সংগঠন অসহায় রোগী, এতিম মেয়েদের বিবাহ সহ সমাজের মানুষের মাঝে আর্থিক সহযোগিতা করে আসছে। তিনি সকলকে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
সর্বশেষ ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “অসহায় ও দারিদ্র মানুষের সহযোগিতায় এ সংগঠন আত্মপ্রকাশ পায় এবং সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে মানবতাবোধে উদ্ভুদ্ধ হয়ে মানুষের সার্বিক সহযোগিতায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে ২০১৯ সালে ‘ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন’ প্রতিষ্ঠা লাভ করে। আপনারা ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের জন্য দোয়া ও উত্তরোত্তর মঙ্গল কামনা করুন।” তিনি উপস্থিত সকলের জীবনের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।