ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদী থেকে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে।
মেয়েটির নাম জোছনা বেগম, বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ।বাবা জাহাঙ্গীর হোসেন এবং মাতা কুলসুম বেগম। জোছনার বয়স আনুমানিক (১৭) বছর।
২৫ শে সেপ্টেম্বর সকালে চরফ্যাশন বেতুয়া নদীর তীরে প্রশান্তি পার্কের পাশে নদীর কুল রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগের উপরে মেয়েটির তাজা লাশ দেখতে পান এলাকাবাসী। লাশের পরিচয় জানতে ফেজবুকে শতশত পোস্ট হয়। এভাবেই লাশের পরিচয় পাওয়া যায়।
জানা যায় মানিক নামের এক ছেলের সাথে জোছনার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জের ধরে তারা দুজন ৪ দিন আগে বাড়ি থেকে পালিয়ে যায়। মেয়ের বাবা জাহাঙ্গীর “মানিক” কে না চিনায় তারা জানতে পারেনি তাদের মেয়ে কোথায় আছে, আর কি ঘটেছে মেয়ের কপালে। খোজাখুজির ৪ দিন পর আজ এভাবেই লাশের পরিচয় মিলে । এ নিয়ে চলছে পরিবার জুড়ে চলছে শোকের মাতম।
ধারনা করা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে জোসনাকে নিয়ে উধাও হয় প্রেমিক এবং শ্বাসরুদ্ধ করে হত্যা নদীতে ভাসিয়ে দেয় প্রতারক ও ধর্ষক মানিক।
মেয়ের বাবা মা প্রতারক মানিক সহ প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ বিচারের দাবি করেছেন প্রশাসনের কাছে।
কপি//