চরফ্যাসনে ১৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

চরফ্যাসনে ১৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

আনোয়ার পঞ্চায়েত মিলন,চরফ্যাশন থেকে।। ভোলার চরফ্যাসনে ১৭ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চরফ্যাসন-মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য, যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)। একইসাথে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে চরফ্যাসন স্টেডিয়াম মাঠে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এমপি জ্যাকব বলেন, ‘১৩ বছরে চরফ্যাসন ও মনপুরায় আমি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। বাকি ছিল একটি স্টেডিয়াম নির্মাণ করা। আজ অতিথিদের নিয়ে ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের গ্যালারি, প্যাভিলিয়ন ও ফ্লাড লাইটসহ শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।’
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য কন্ঠ শিল্পী মমতাজ বেগম। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল, পৌর মেয়র মোঃ মোরশেদ, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ও যুবলীগ নেতা ইউছুফ হোসাইন ইমন প্রমূখ সহ খেলায় অংশগ্রহণকারী ১৬ টি দলের খেলোয়াড় ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রথম পর্বে মাদ্রাজ ইউনিয়নের সাথে জয় লাভ করে ওচমান গঞ্জ ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *