চরফ‍্যাসন শশীভূষণে বৃদ্ধা ভিক্ষুকের দায়িত্ব

চরফ‍্যাসন শশীভূষণে বৃদ্ধা ভিক্ষুকের দায়িত্ব

অফিসার আল মামুন।

এম মিলন রানা
চরফ‍্যাসন প্রতিনিধি।
গত কয়েকদিন যাবত চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিল মাঝি বাড়িতে আশ্রিত ৭০ বছরের অসহায় বৃদ্ধা ভিক্ষুক ছবুরা খাতুন ওরফে ছবির মানবেতর জীবন শীর্ষক একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
সেই ভাইরাল হওয়া বিষয়টি নজরে আসে চরফ্যাশন উপজেলা সমাজসেবা অফিসার মামুন হোসেনের।
সোমবার ২৫ শে এপ্রিল সমাজসেবা অফিসার মামুন সরেজমিন পরিদর্শনে আসেন, অসহায় এই বৃদ্ধার মানবেতর জীবনযাপন দেখে মহিলাকে একটি বয়স্ক ভাতা ও বৃদ্ধাশ্রমে দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ ৭০বছরের বৃদ্ধা অসহায় মহিলা দীর্ঘ ৪০ বছরে ভিক্ষা করে অন্যের বাড়িতে থেকে চলছিল তার জীবন সংগ্রাম।
বর্তমানে বয়সের ভারে ভিক্ষা করার মতো অবস্থান নেই।
নেই নিজের কোন মাথা গোঁজার মতো ঠাঁই।
অবশেষে স্বামীহারা স্বজনহারা বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সমাজসেবা অফিসার।
এ ব্যাপারে সমাজসেবা অফিসার মামুন হোসেন-এর সাথে আলাপকালে জানান সংবাদকর্মীর মাধ্যমে বিষয়টি জেনে পরিদর্শনে আসলাম।
বৃদ্ধা মহিলার জন্য একটি বয়স্ক ভাতার ব‍্যবস্থা ও বৃদ্ধাশ্রমে পাঠানো চেষ্ঠা করব,
তবে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে ছবি বেগমের মতো এ সমস্ত অসহায় লোকদের বৃদ্ধাশ্রমে না গিয়ে নিজ নিজ এলাকায় থাকার একটা ব্যবস্থা হবে।
স্থানীয় এলাকার সুশীল সমাজ সমাজসেবা অফিসার মামুন হোসেনের মানবিকতাকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *