সত্যের খোঁজে আমরা
টিকিট বিক্রি। আজ ১-৩ ডিসেম্বর পর্যন্ত টিকিট দেওয়া হয়েছিলো যা টিকিট ছাড়ার ১.৫ ঘন্টার মাঝেই শেষ হয়ে গিয়েছে। আগামীকাল দেওয়া হবে ৪ ডিসেম্বরের টিকিট।
🚉 ট্রেনের নাম: কক্সবাজার এক্সপ্রেস 🙋
টিকিটের দাম:
ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা
স্নিগ্ধতে (এসি চেয়ার) ভাড়া ১৩২৫ টাকা এবং বার্থের (স্লিপার) ভাড়া ২০৩৮ টাকা।
🕙সময়:
ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত ১০:৩০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ০৭:২০ মিনিটে।
.
.
❌ ঢাকা - কক্সবাজারগামী ট্রেনের অফ ডে সোমবার
❌ কক্সবাজার - ঢাকাগামী ট্রেনের অফ ডে মঙ্গলবার
জানালার পাশের (window seat) সিট:
🌸শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬০-৩৩ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-৩২ সোজা বা যাত্রামূখী আসন হবে।
🌸এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৫৫-২৮ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-২৭ সোজা বা যাত্রামূখী আসন হবে।