প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ
চুনারুঘাটে ৪’শ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার
সত্যের খোঁজে আমরা
রুবেল ভাই ভোলা জেলা
পারুল আক্তার চুনাঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা গোবরখলা গ্রাম থেকে ৪শ পিচ ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত রাসেল মিয়া (৩৫) গোবরখলা গ্রামের খেলু মিয়ার ছেলে। চুনারুঘাট থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই লিটন রায়সহ একদল পুলিশ রাত সোয়া ১২টার দিকে গোবরখলা গ্রামের খেলু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় ইয়াবা কেনাবেচার জন্য মজুদ ইয়াবাসহ রাসেল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় পুলিশ রাসেল এর দেহ তল্লাশী করে ৪শ পিচ ইয়াবা পায় । এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
www.satyerkhojeamara.com