চেয়ে সংবাদ সম্মেলন

চেয়ে সংবাদ সম্মেলন

হিজড়া কর্তৃক হিজড়াকে মারধর, বিচার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি॥
ভোলার দৌলতখানের তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়কে
ভোলার হিজড়া কর্তৃক মারধরের বিচার চেয়ে দৌলতখানে
সংবাদ সম্মেলন করেছেন দৌলতখানের হিজড়া সরদার ময়না। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে দৌলতখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন আহত দৌলতখানের হিজড়া সম্প্রদায়ের সরদার।,

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিজড়া সম্প্রদয়ের
দৌলতখানের সরদার ময়না বলেন, ‘গত (১১ এপ্রিল )
সোমবার ভোলার হিজড়া সম্প্রদায়ের সরদার রিতা ও তার দলের সদস্যরা ঈদের চাদা উঠানোর জন্য দৌলতখান উপজেলার বাংলাবাজারের বটতলা এলাকায় যান। এসময় ব্যবসায়ীরা তাদেরকে চাদা না দিলে হিজড়া সম্প্রদয়ের ‘রিতার’ দলের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করেন। ব্যবসায়ীরা বিষয়টি দৌলতখানের হিজড়া সরদার ময়নাকে জানান।’

পরে হিজড়া সরদার ময়না ও তার দলের ৫থেকে ৬ জন সদস্য নিয়ে ঘটনাস্থলে গেলে ভোলার হিজড়া সম্প্রদায়ের সরদার ‘রিতা” ও তার দলের ১৪/১৫ জন সদস্যা মিলে তাদেরকে বেধড়ক মারধর করেন। এতে তাদের উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে । পরে রিতা ও তার দলের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাদের উপর হামলা চালান। এতে দৌলতখানের হিজড়া সরদার ময়না সহ তার দলের সদস্যরা গুরুতর আহত হয়। পরে তারা দৌলতখান হাসপাতাল থেকে চিকিৎসা নেয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। এ ঘটনার পর থেকে ভোলার হিজড়া সরদার রিতা তাদেরকে দৌলতখান ছেড়ে যাওয়ার জন্য দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *