রাজধানীর মোহাম্মদপুরে চোখে ভুল অপারেশনের অভিযোগ উঠেছে আল নূর চক্ষু হাসপাতালের বিরুদ্ধে। এ বিষয় গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীর ছেলে শাহিন নামে একজন একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
হাসপাতালের এক চিকিৎসক রোগীর বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করেন। এতে বর্তমানে ভুক্তভোগীর দু চোখ্ই বন্ধ বলে অভিযোগ রোগীর স্বজনদের। এই ঘটনায় রোগীর ছেলে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক।
ভুল চিকিৎসার বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী হেলেনা বেগম বলেন, বাম চোখের নেত্র’র অপারেশনের জন্য মোহাম্মদপুর আল নূর হাসপাতালে আমার স্বামীকে ভর্তি করা হয়। পরে গত ৩ তারিখ রবিবার বাম চোখের অপারেশন হয়। অপারেশন শেষে পরের দিন সোমবার তার চোখের ব্যান্ডেজ খুলতে গিয়ে দেখি ডান চোখে কাটা। পরে জানতে পারি বাম চোখের বদলে ডাক্তার প্রথমে ডান চোখে কাটে। কিন্তু পরবর্তীতে আবার বাম চোখে অপারেশন করে। বিষয়টা হাসপাতালের ডাক্তারদের জানালে ভুল অপারেশনের বিষয়টি প্রথমে অস্বীকার করে। পরে তারা বলে, ডান চোখে ময়লা ছিলো সেটা পরিস্কার করে দেওয়া হয়েছে।