পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী জেলা দশমনিয়া উপজেলা,কাউনিয়া গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে চোরের সর্দার( সোহাগ ৩০) পিতা জালাল হাওলাদারের জুলুম অত্যাচারে।
উক্ত বিষয় এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে গরু,মহিষ ছাগল চুরি, হাঁস মুরগি চুরি, টলারেট মিসিং চুরি,সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, দশমিনা থানা রয়েছে তার বিরুদ্ধে তিনটি মামলা।,আরো একটি সূত্রে জানা গেছে সোহাগ পটুয়াখালী জেলা থেকে গরু চুরি করে ভোলা জেলায় বিক্রি করে এবং ভোলা জেলা থেকে চুরি করে নিয়ে পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে বিক্রি করছে। তাহার নিয়ন্ত্রণে রয়েছে চরাঞ্চলের বড় একটি গরু চোরের সিন্ডিকেট,মাঝে মাঝে তাহাকে বরিশাল জেলার মাদক সম্রাট ডিসান চৌধুরী সাথে দেখা যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা যায়। সেহাগের অত্যাচারের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার উপর নেমে আসে জুলুম অত্যাচার নির্যাতন ও মিথ্যা মামলা। উক্ত ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে ফোন করিলে তাহার ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে থানা সূত্রে জানা গেছে সোহাগের অপকর্মের গতিবিধির ওপর নজর রাখছে প্রশাসন, সুনির্দিষ্ট প্রমাণে অভিযোগ পেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান সুএটি।
(বিস্তারিত নিউজে আসছে)