দ
আজ মহান ১লা মাঘ, ১৫ই জানুয়ারি, ২০২৩ ইং।
হযরত ইমামুল আউলিয়া আওলাদে রাসূল (দঃ) অলিয়ে খোদা নূরে খোদা হাজত রাওয়া মুশকিল কোশা সায়্যেদিনা মোর্শেদেনা গাউছুল আযম মাওলানা #ছৈয়দ_আহমদউল্লাহ (প্রকাশ হযরত কেবলা) আল্ হাচানী আল্ মাইজভান্ডারী কেবলা কাবা কুদ্দেসা ছিররাহুল আজিজে'র
গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কুঃছিঃআঃ) মাদারজাত অলি ছিলেন। অর্থ্যাৎ তিনি আল্লাহর অলি হিসেবে পৃথিবীর বুকে তাশরিফ এনেছেন। তিনি যখন মাতৃগর্ভে তখন উনার পিতা ও মাতা বিশ্বখ্যাত মহান গাউছুল আজমের শুভাগমন সম্পর্কে নূর নবীজি (দঃ) স্বপ্নে ইঙ্গিত প্রদান করেন।
হযরত সাহেব কেবলা (কুঃ) দুনিয়ায় তাশরিফ আনার পরবর্তী সপ্তম দিনে তাঁর পিতা হযরত সৈয়দ মতিউল্লাহ্ (রহঃ) রাতে স্বপ্নে দেখেন, রাহমাতুল্লিল আলামিন খাতেমুন নাবীঈন নবী দোজাহান হযরত মোহাম্মদ মোস্তফা (দঃ) তাঁকে বলছেন,
❝হে মতিউল্লাহ্! তোমার ঘরে আমার প্রিয় মাহবুব আহমদ উল্লাহ্ এসেছেন❞।
এটি শুনে তিনি স্তম্ভিত হয়ে রাসুলে পাক (দঃ)-এর দিকে চেয়ে রইলেন। কাকে হযরত রাসুলে কারীম (দঃ) 'প্রিয় মাহবুব আহমদ উল্লাহ্' বলছেন তিনি বুঝতে পারলেন না। নবীবর(দঃ) পুনঃবললেন,
❝তোমার ঘরে আমার মাহবুব বিকাশ লাভ করেছেন। আমি তাঁর নাম আমার 'আহমদ' নাম আল্লাহ্ যুক্ত করে আহমদ উল্লাহ্ রাখলাম।❞
যুগশ্রেষ্ঠ গাউছুল আ'যমগনের শুভাগমনের সুসংবাদ এবং নামকরন করেন স্বয়ং নবী দোজাহান হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা (দঃ) কারন আল্লাহর মনোনিত মহান গাউছুল আযমগন আগমন করেন ইমামুল আম্বিয়া সরকারে কায়েনাত নুরুন আলা নুর হুজুরে পাক হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারার মাধ্যমেই।সুবহানাল্লাহ্!
ইয়া গাউছুল আ'যম কেবলা কাবা!
লক্ষ কোটি সেজদায়ে তাজিম ও ভক্তিচুম্বন পেশ করছি আপনার পবিত্র কদম মোবারকে।