এরপর বলেন কোটি টাকার বদলে এখানে আপনার হাত ১০ মিনিট রাখতে বললে কি রাখবেন ???
জানি রাজি হবেন না, হওয়ার কথাও না তাইনা? কারণ শুধুমাত্র এইটা যে, এখানে এই পোকা গুলো দৃশ্যমান। কিন্তু যদি অদৃশ্য হতো তাহলে আপনি নির্দ্বিধায় রাজি হতেন!
যদি আপনার রবের আনুগত্য না করেন, তার বিধান না মানেন তাহলে আপনার কবরও পরিপূর্ণ থাকবে এর থেকেও ভয়ঙ্কর পোকা মাকরে, যা আপনার আমার চিন্তারও বাহিরে। কিন্তু আপনার মহান রব তো আপনাকে এই অদৃশ্যমান শাস্তি সম্পর্কেও পূর্ব থেকেই আপনাকে অবগত করে দিয়েছেন।।। এখনও যদি সাবধান না হোন তো আর কবে হবেন? নিজের কবরে গিয়ে এই শাস্তি গুলো পাওয়া পর্যন্ত কি আপনার রবের অবাধ্যতা চালিয়ে যাবেন নাকি এখুনি আপনার রবের নিকট নিজেকে স্বপে দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে তার রাস্তায় ফিরে আসবেন? সিদ্ধান্ত আপনার।
আর খুব দ্রুত এ সিদ্ধান্ত নিতে না পারলে, আল্লাহর বিধান না মানলে ধ্বংস আপনার অবধারিত ।।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক টা বুঝার তৌফিক দান করুক।
আমিন।