ছবির ক্যাপশনঃ নিহত দুই শিক্ষার্থী মারুফ ও নাফিস বাউফলে সেই জোড়া খুনের প্রধান আসামীসহ গ্রেপ্তার-২ !!

ছবির ক্যাপশনঃ নিহত দুই শিক্ষার্থী মারুফ ও নাফিস বাউফলে সেই জোড়া খুনের প্রধান আসামীসহ গ্রেপ্তার-২ !!

     পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় চাঞ্চল্যকর  ১০ম শ্রেণীর দুই শিক্ষার্থী মারুফ(১৫) ও নাফিস(১৫) হত্যার ঘটনার   প্রধান আসামী রায়হানকে (১৪) নরসিংদী  জেলার রায়পুরা থেকে এবং হৃদয়কে(১৪) ঢাকার পল্লবী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। ২৮.০৩.২৩ইং তারিখ মঙ্গলবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 
   বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আল মামুন গ্রেফতারের সত্যতা স্বীকার  করে বলেন, ‌র‌্যাব-৩ তাদের গ্রেফতার করলেও এখনও পুলিশের কাছে সোপর্দ  করেনি।'
  উল্লেখ, ২২.০৩.২৩ইং তারিখ রোজ বুধবার পটুয়াখালীর বাউফল উপজেলার ৪নং সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী  মাহরুফ ও নাফিসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। 
   নবম শ্রেণির শিক্ষার্থী রায়হানের সাথে দশম শ্রেণির শিক্ষার্থী মারুফের পায়ের সাথে পা লাগার ঘটনাকে কেন্দ্র  করে তর্ক হয়। এর জের ধরে ২২.০৩.২৩ইং তারিখ রোজ বুধবার  বিকাল সাড়ে ৪ টার দিকে বিদ্যালয়ের অদূরে মারুফ, নাফিস ও সিয়ামকে ছুরিকাঘাত  করে   রায়হানসহ ৮-১০ জন  শিক্ষার্থী। 
    তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের মধ্যে মারুফ ও নাফিসের অবস্থা আশংকাজনক  হওয়ায় বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করা হয় এবং ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় তারা  মারা যায়।
     এঘটনায়  নিহত নাফিসের মা নার্গিস বেগম বাদি হয়ে ৬ জনকে নামীয় ও ৪ জনকে অজ্ঞাত  আসামী করে বাউফল থানায় মামলা করা হয়।
   পুলিশ এনিয়ে মোট  ৫ জনকে গ্রেফতার করলেও এক আসামী পলাতক রয়েছে।

কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
২৮.০৩.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *