মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতকে ছুরিকাঘাতে মোজান্মেল হোসেন মাসুম (৪৩) নামের এক টেলেভিশন মেকানিক্স নিহত হয়েছেন। নিহত টিভি মেকানিক্স পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব নোয়ারাই এলাকার মো.মফিজুর রহমানের ছেলে। শুক্রবার মধ্যরাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পরিবহন ঘাট এলাকায় সুরমা নদীর তীরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে থানা পুলিশ হোসাইন আহমদ (২৭) কে আটক করকত সক্ষম হয়। সে পৌর এলঅকার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পরিবহন ঘাট এলাকায় মোজান্মেল হোসেন মাসুমের সাথে সিগারেট পান করা নিয়ে হোসাইন আহমদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে হোসাইন আহমদ উপর্যুপরি ছুরিকাঘাত করলে মোজান্মেল হোসেন মাসুম মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত মোজান্মেল হোসেন মাসুমকে ভোরে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে সুরতহাল তৈরী শেষে ময়না তদন্ত শেষে স্বজনদেও কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার সাথে জড়িত আটক হোসাইন আহমদ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।