ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাব ও ছাতক অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আনিসুজ্জামান মোঃ আজাদ। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গোরাদেও গ্রামের মরহুম আবদুল লতিফের পুত্র।
(গত ১৭জুন)শনিবার বিকেলে থানা রোডস্থ রোকেয়া ম্যানশনের দ্বিতীয় তলায় ছাতক প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক প্রেসক্লাবের সভাপতি ও ছাতক রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরেন যুক্তরাজ্য প্রবাসী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আনিসুজ্জামান।
তিনি বলেন, হাইস্কুল জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে সিলেট শহরে লেখা-পড়ার পাশাপাশি তিনি ছাত্রলীগের সক্রিয় দায়িত্বশীল ছিলেন। সিলেট ল কলেজের ছাত্র সংসদের জিএসও নির্বাচিত হয়েছিলেন। এক সময় তিনিসহ স্ব পরিবারের যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সেখানের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এ কারণে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে বাকি জীবন তিনি মানুষের খেদমত করতে আগ্রহী। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা শাহেদ আহমদ, সিলেট সিটির ১০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা ফয়সল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদুর শাহা।
এসময় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাবেক যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, মাহমুদ আলম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমীন, সহ-সভাপতি এইচএম খালেদ ও ফজল উদ্দিন, সাধারণ সম্পাদক অলিউর রহমান, ছাতক প্রেসক্লাব সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, লুৎফুর রহমান শাওন, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য এআর ছায়েম, পাপলু মিয়া ও তাজিদুল ইসলাম প্রমুখ।