সারা দেশে জেলা উপজেলা মহিলা ও পুরুষ প্রতিনিধি নিয়োগ চলছে,
যারা আগ্রহী যোগাযোগ 01714348197
দৈনিক সত্যের খোঁজে আমরা
সিডি চালাইতেছে তখন ভৌ-দৌড় দিয়ে সেই দোকানে চলে যেতাম তার কৌতুক অভিনয় দেখার জন্যে… মাঝে মাঝে টিফিনের টাকা বাচিয়ে তার সিডি কিনে আনতাম শুধুমাত্র তার অভিনয় দেখার জন্যে। লোকটার অভিনয়, কৌতুক, শারীরিক ভঙ্গী যেনো আমাদের হাসিয়েই ছাড়তো। এককথায় মন ভালো করার কারিগর ছিলেন তিনি….
লোকটার নাম ছিলো আহসান আলী। কৌতুক অভিনয় করতে করতে মানুষের কাছে হয়ে গিয়েছিলেন আহসান আলী ভাদাইমা।
মানুষটা গত হয়েছে প্রায় ১ বছরের বেশি হয়েছে এখনো টাঙ্গাইলের অনেক গ্রামের ঘরে ঘরে বা অনেক চায়ের দোকানের টিভিতে তার অভিনয় দেখা যায়….এখনো তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমে নাই…
শুধু টাঙ্গাইল জেলা নয় এখনো পুরো বাংলাদেশের মানুষের কাছে তিনি জনপ্রিয় আছেন, আজীবন থাকবেন….এখনো অনেকে তার সিডি কিনে থাকেন শুধু মাত্র তার অভিনয় দেখার জন্যে।
গোপালভাড়কে যদি হাসির রাজা বলা হয় তাহলে এই মানুষটাকে কৌতুকের রাজা বলা যেতেই পারে…
কিছু মানুষ তার অভিনয়ের দ্বারাই অমর হয়ে থাকেন এই আহসান আলীও ঠিক তেমনি তিনি আমাদের মাঝে নেই তবুও তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন।
শেষে আপনাকে আমাকে বলতেই হবে যে, একসময় আমাদের টাঙ্গাইলে বিখ্যাত কৌতুক রাজা আহসান আলী বাস করতেন…
- প্রেসিডেন্ট অব টাঙ্গাইল শহর