সত্যের খোঁজে আমরা
কন্যা সন্তান হয়েছে।কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমার ছোট মামানীর হঠাৎ জ্বর আসে হাসপাতালে ডাক্তার দেখালে ডাক্তার ডেঙ্গু পরীক্ষা করে দেখতে পেলও যে তার ডেঙ্গু পজেটিভ এমতাবস্থায় তাকে নিয়ে বেশ চিন্তিত। তার প্লাটিলেট ৪০ হাজারে নেমে আসাতে তার পরিবার এবং আমার নানা বাড়িরর লোকজন বেশ চিন্তিত হয়ে পরেছেন। সকলের কাছে দোয়া কামনা করছি সেই সাথে যাদের রক্তের গ্রুপ বি পজেটিভ তাদের কাছে প্রাণ ভরে ভিক্ষা চাচ্ছি আমার মামানীর জন্য ২ ব্যাগ বি পজেটিভ রক্তের খুবই প্রয়োজন এই মাসুম বাচ্চাকে এবং তার মাকে বাঁচাতে দয়াবান ব্যক্তিরা এগিয়ে আসুন প্লিজ সকলের কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি আপনারা কেউ এড়িয়ে যাবেন না ছোট বাচ্চাটার জন্য হলেও এগিয়ে আসুন সহযোগিতা করুন। যোগাযোগ-01316465157