বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার
জিয়া পরিবার মন থেকে স্বাধীনতা মেনে নিতে পারে নি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড: আ: ক: ম মোজাম্মেল হক বলেছেন ‘ জিয়া পরিবার মন থেকে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছেন। জাতির পিতাকে হত্যা করিয়েছিলেন । তারই ছেলে তারেক রহমান গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। তারা এ দেশের স্বাধীনতার শক্তিকে স্তব্ধ করে দেওয়া চেষ্টা করেছে। গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের উদ্যােগে ২৫ আগষ্ট গাজীপুর হক মার্কেট। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গণভোজ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবহান ভাই। আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম’ গাজীপুর মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি হিরা সরকার ‘ গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি এম আসাদুল কবিরসহ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠন এর নেতৃবৃন্দ।