ম্ছেন ২৬ রান ও ৪ টি উইকেট নিয়েছেন।
তবে সাকিব গতকাল তাকে দেশের অন্যতম সেরা স্পিনার বলেছেন কারণ ফাস্ট ক্লাসে দারুণ অনবদ্য ক্যারিয়ার আছে মোশারফ হোসেন রুবেল এর।
১১২ টি ফাস্ট ক্লাস ম্যাচে ৩৩০৫ রান করেছেন প্রায় ২৪ গড়ে সাথে নিয়েছেন ৩৯২ টি উইকেট।
লিস্ট এ ক্রিকেট এ ১০৪ ম্যাচে প্রায় ২৫ গড়ে ১৭৯২ রান এর পাশাপাশি আছে ১২০ উইকেট।
২০-২০ ক্রিকেট এ ৫৬ ম্যাচে প্রায় ৭ গড়ে ৬২ রান ও বল হাতে মাত্র ৬ এর একটু বেশি ইকোনামি তে ৬০ উইকেট নিয়েছেন।
রফিক,সাকিব,রাজ্জাক ,তাইজুলদের ভিড়ে হয়তো খুব বেশি সুযোগ পান নি তবে ঘরোয়া লিগে সব সময় পারফর্ম করেছেন। মাত্র ৪০ বছরে তিনি মৃত্যুবরণ করেছেন যা অপ্রত্যাশিত। ওপারে ভালো থাকবেন প্রিয় রুবেল ভাই আপনার পরিবার সব সময় ভালো থাকুক। আপনাকে হারানো আমাদের ক্রিকেট এর জন্য অনেক বড় শোক ।