জামালপুরে বিএনপির ১০ দফা দাবিতে মানববন্ধন

জামালপুরে বিএনপির ১০ দফা দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে আজ মানবাধিকার বলতে কিছু নেই। মানবাধিকার আজ র‌্যাবের বুটের আঘাতে ক্ষত-বিক্ষত। আর গণতন্ত্র পুলিশের বুটের চাপায় পিষ্ট। দেশে আজ আইনের শাসন নেই। এই অবস্থায় একটা দেশ চলতে পারে না।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে জামালপুর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় যুবদলের সদস্য এডভোকেট সেলিম মিয়া ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *