ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন পাননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের আজ বুধবার বিএনপির এই তিন নেতার জামিন নামঞ্জুর করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।
আইনজীবী জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এ ছাড়া একই থানায় দায়ের হওয়া অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় সৈয়দ এমরান সালেহর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বিএনপির সহ–আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমরান সালেহ ও জহির উদ্দিনের জামিন চেয়ে তাঁরা হাইকোর্টে আবেদন করবেন।