জাহাঙ্গীর আলমের গাজীপুর সিটিরমেয়র পদ ফিরে পাওয়ারভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার….

জাহাঙ্গীর আলমের গাজীপুর সিটির
মেয়র পদ ফিরে পাওয়ার
ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার….

টঙ্গী থেকে নূরুল ইসলাম, ২৮ মার্চ, ২০২৩।। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ মেয়র জাহাঙ্গীর আলম ফিরে পাবেনকি পাবেননা তাঁর ভাগ্য নির্ধারণের জন্য আদালত বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে বরখাস্তের পর চ্যালেন্জ করে করা রিটের আজ মঙ্গলবার জারি করা রুলের শুনানি শেষে আদালতের বিচারকগণ এ আদেশ দেন।
জাহাঙ্গীর আলমকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: বশির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।
আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আইনজীবী এম কে রহমান। আর গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকির ও আইনজীবী সানজিদা খানম।
এর আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম বরাবরই বলে আসছেন তাঁকে ফাঁসাতে একটি কুচক্রী মহল অডিওভিডিওতে করা কথোপকথন সুপার এডিট করে তাঁকে ফাঁসানো হয়েছে, তিনি নির্দোষ। গাজীপুর সিটির উন্নয়নের মহাযজ্ঞ থামিয়ে দিতে তাঁর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হয়েছে।
এদিকে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুরের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা ঘোষণা করে আওয়ামী লীগ। ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকার দলীয় প্রতীকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র নির্বাচিত হন এডভোকেট জাহাঙ্গীর আলম।

#

টঙ্গী থেকে নূরুল ইসলাম,
সাংবাদিক
সাবেক সভাপতি টঙ্গী প্রেসক্লাব,
সেক্রেটারি গাজীপুর সাংবাদিক ইউনিয়ন।
২৮-৩-২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *