জিএমপি’র ২৪ ঘন্টার বিশেষ অভিযানে নাম্বার প্লেটবিহীন ট্রাকসহ গরুচোর চক্রের ৪ জন গ্রেফতার, বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার ২।

জিএমপি’র ২৪ ঘন্টার বিশেষ অভিযানে নাম্বার প্লেটবিহীন ট্রাকসহ গরুচোর চক্রের ৪ জন গ্রেফতার, বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার ২।

বাসন থানার মামলা নং-৪৫৭/৩৮০ এর মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এস আই দীপঙ্করের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পেশাদার গরুচোর চক্রের ১।মাসুম(২০), ২. আব্দুস সালাম উরফে হৃদয় উরফে অন্তর(২৬),৩. মোঃ সাইফুল ইসলাম(৩৮), ৪. আবু রায়হান(২২) দের গ্রেফতার করা হয়েছে।এছাড়াও চোরাই কাজে ব্যবহৃত ০১ টি নাম্বার প্লেট বিহীন ট্রাক, রশি ,তীরপাল,০১ টি নাম্বার প্লেট জব্দ করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া হাসান লেন এলাকা এবং এরশাদনগরে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ ১। হুমায়ুন এবং ২। মুন্না হোসেন সাইদকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী অভিযান এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *