কেউ আবার জেলাসিতে পুড়ে মরে। কেউ প্রেমিক/প্রেমিকা পেয়ে আমাদের ভুলে যায়, কেউ বন্ধুর জন্যও আলাদা একটা স্পেস রেখে দেয়। কেউ আমাদের সব সিক্রেট তার মধ্যেই রেখে দেয়, কেউ আবার সেগুলোকে আমাদের দুর্বলতা হিসেবে ব্যবহার করে। কেউ অন্যদের আক্রমণ থেকেও আমাদের বাঁচায়, কেউ সবার মাঝে অপমান করে বলে- 'আরে মজা করলাম!' কেউ ডিপ্রেশন থেকে টেনে তোলার জন্য চেষ্টা করে, কেউ আবার 'হুদাই প্যারা খাচ্ছিস!' বলে কেটে পড়ে। কেউ ভারী মানিব্যাগ নিয়েও বলে, 'সমস্যায় আছি দোস্ত'! কেউ আবার হাতখরচ কিভাবে চলবে তা না ভেবেও বলে- 'লাগবে যখন রাখ! পরে দিস!'
বন্ধু কেউ কামের, কেউ নামের। কেউ সবসময়ের, কেউ সুসময়ের। কেউ ভালোবাসার, কেউ স্বার্থের। তবে, সত্যিকারের 'বন্ধুত্ব'গুলো ভীষণ রকমের সুন্দর! এতটাই সুন্দর যে পৃথিবীর বাকি সব সম্পর্ককেও আমরা বন্ধুত্ব দিয়ে তুলনা করি। যেমন বলি- !' বন্ধুত্ব হচ্ছে মানসিক '', কিংবা কম্ফোর্ট জোন। তাই, বন্ধুত্ব বেঁচে থাকুক! যুগ যুগ কিংবা শতাব্দীর পর শতাব্দী ধরে।
is my life
কোন এক সময় ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন ভাইয়ের দোকানে তোলা ছবি। সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা ও মিজানুর রহমান আকন্দ