কুমিল্লা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর “জেলা কমান্ড্যাট” জনাব শাহীদুল ইসলাম এর অসীম সাহসিকতায় আক্রমণকারী ছিনতাইকারীদলের মুলহোতা গ্রেফতার। গত রবিবার রাত ৮.৩০নাগাদ জেলা কমান্ড্যাট ও তার স্ত্রীসহ “বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট”-এর মাঠ সংলগ্ন রাস্তায় হাঁটার সময় দু’জন ছিনতাইকারী চাকু হাতে তাদের পথরোধ করে এবং মোবাইল, মানিব্যাগ সহ অন্যান মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
জেলা কমান্ড্যাট সাহসিকতার সঙ্গে সুকৌশলে একজনকে ঝাপটে ধরে চিৎকার শুরু করলে নিকটবর্তী আনসার ক্যাম্প হতে ব্যাটালিয়ন আনসার রায়হান ও আফজাল হাজির হয়ে একজনকে আটক করে ও অন্যজনকে ধাওয়া করলে পালিয়ে যায়। ব্যাটালিয়ন আনসার রায়হান বলেন ছিনতাইকারী চক্রে আরো ৪/৫জন যুক্ত ছিলেন, যারা জেলা কমান্ড্যাট স্যারের সাহস ও আমাদের উপস্থিতি টের পেয়ে আগে থেকেই পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয় এবং তার তথ্যের উপর ভিত্তি করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকেও আটক করতে সক্ষম হন পুলিশ। রিপোর্ট করেছেন। শাহ সাহিদ উদ্দিন। কুমিল্লা ক্রাইম বার্তা